গ্রামীণ হাওড়ায় উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

By superadmin

Published on:

নিজস্ব সংবাদদাতা : ভিন্ন দু’ই অভিযানে গ্রামীণ হাওড়ায় উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল সিআইডি ও হাওড়ার গ্রামীণ জেলা পুলিশের বাউরিয়া থানা। জানা গেছে, গত বুধবার বাউরিয়া থানার কাজিরচড়া আশুথতলা এলাকার বাসিন্দা সেখ মাজেদের বাড়িতে অভিযান চালায় সিআইডি ও বাউরিয়া থানা। অভিযান চালিয়ে ৭১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি সেখ মাজেদকে গ্রেফতার করেছে। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে বাগনান থানার পিপ্যুলানের একটি বাড়িতে অভিযান চালায় বাগনান থানার পুলিশ। সেখান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি সেখ সাকিউল আলিকে গ্রেফতার করেছে পুলিশ।