নিজস্ব সংবাদদাতা : আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী গণ সংগঠনগুলি। তারই সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছে বামপন্থী সংগঠনগুলি। সোমবার তারই প্রতিফলন দেখা গেল হাওড়ার রাণীহাটিতে। বন্ধের সমর্থনে সোমবার দুপুরে বামপন্থী গণ সংগঠনগুলির তরফে হাওড়ার রাণীহাটি মোড় থেকে অঙ্কুরহাটি অব্ধি একটি মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলে প্রায় পাঁচেক মানুষ পা অংশ নেন।
জানা গেছে, গ্রামীণ হাওড়ার আমতা, পাঁচলা, উদয়নারায়ণপুর, ডোমজুড় সহ বিভিন্ন জায়গার অসংখ্য মানুষ মিছিলে পা মেলান। সোমবার এই মিছিলে উপস্থিত ছিলেন প্রবীণ বামপন্থী নেতা অনাদি সাহু। তিনি বলেন, “দেশের স্বাধীনতার পর এই প্রথম শ্রমিকদের পাশাপাশি গোটা দেশের কৃষক সংগঠন ধর্মঘটের সমর্থনে পথে নেমেছেন।” তাঁর হুঁশিয়ারি, “আগামী ২৬ শে নভেম্বর সারা দেশ স্তব্ধ হবে। আর আগামী ২৭ শে নভেম্বর দিল্লি ঘেরাওয়ের পাশাপাশি প্রত্যেকটা জেলাশাসকের দপ্তর ঘেরাও হবে।”