নিজস্ব সংবাদদাতা : সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার গোলাবাড়ি এলাকায়। অস্ত্র মজুত করার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সূত্রে পুলিশ খবর পায় বেশ কিছুদিন ধরেই হাওড়ার গোলাবাড়ি এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক মজুত করা হচ্ছে। সেই খবর পেয়েই শুক্রবার রাতে ওই বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফ। জানা গেছে, এসটিএফ হানা দিয়ে ওই বাড়ি থেকে চারটি সেভেন এমএম পিস্তল, আটটি ম্যাগাজিন, প্রচুর পরিমাণ কার্তুজ, ১৫ কেজি বিস্ফোরক সহ বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আব্দুল কাদির ও গোলাম-ই-ওয়ারিশ। কাদির জগদ্দল ও গোলাম ভদ্রেশ্বরের বাসিন্দা। এই অস্ত্র মজুতের ঘটনার সাথে ভিন রাজ্য কিমবা বাংলাদেশের কোনো চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।