নদীপথে বিপুল পরিমাণ ডাল পাচার! শ্যামপুরে আটক তিনটি নৌকা সহ ৩ জন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : নদীপথে পাচার হওয়ার সময় গ্রামীণ হাওড়ার শ্যামপুরে উদ্ধার হল কয়েক হাজার কেজি ডাল। বিপুল পরিমাণ ডালের পাশাপাশি ৩ টি নৌকা ও ৩ জনকে আটক করেছে পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে তিনটি বড়ো নৌকায় চাপিয়ে কয়েক হাজার কেজি ডাল আনা হয়েছিল শ্যামপুর থানার রাধাপুর গ্রাম পঞ্চায়েতের জালনাবাজারের কাছে একটি খালে।

হঠাৎ তিনটি অচেনা নৌকা খালে ঢুকে পড়ায় সন্দেহ দানা বাঁধে স্থানীয় মানুষের মনে। গ্রামবাসীরা নৌকার সওয়ারীদের জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে ব্যর্থ হয় তারা।

তারপর নৌকাগুলিকে আটকে রেখে খবর দেওয়া হয় শ্যামপুর থানায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ। নৌকা, ডাল উদ্ধার করার পাশাপাশি আটক করা হয় নৌকায় থাকা তিন যাত্রীকে।

জানা গেছে, তিনটি নৌকায় চোরাই ডাল নিয়ে যাওয়া হচ্ছিল। হলদিয়ায় কোনো একটি জাহাজ থেকে নামিয়ে ডালের বস্তাগুলি আনা হচ্ছিল। শ্যামপুর থানার তরফে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পুলিশের হাতে চোরাই ডালের বস্তাগুলো তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।