নিজস্ব সংবাদদাতা : একুশের ভার্চুয়াল সভার মঞ্চ থেকেই যুব মুখের জয়গান গেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। দিয়েছিলেন রদ বদলের ইঙ্গিতও। আজ সেই রদবদলের বেশ খানিকটা কার্যকর হল। রাজ্যের একাধিক জেলা সভাপতিকে সরিয়ে নতুন মুখ আনা হল। হাওড়ায় (সদর) তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে। তাঁর পরিবর্তে নতুন সভাপতি হতে চলেছেন তরুণ মুখ, প্রাক্তন ক্রিকেটার, উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। উল্লেখ্য, কয়েকদিন আগেই অরূপ রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন রাজ্য মন্ত্রীসভার আরেক গুরুত্বপূর্ণ সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছিল। অন্যদিকে, হাওড়া (গ্রামীণ) ও হাওড়া (সদর) তৃণমূল যুব কংগ্রেসের আগের দু’ই সভাপতি অর্থাৎ সুকান্ত পাল ও অনুপম ঘোষই নিজ পদে বহাল থাকলেন। অরূপ রায়কে নতুন সৃষ্টি হওয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে বসানো হল।অন্যদিকে,তৃণমূলের রাজ্য কমিটির কো-অর্ডিনেটর করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে।
হাওড়া সদরের তৃণমূলের নতুন সভাপতি হলেন লক্ষ্মীরতন শুক্লা, সরিয়ে দেওয়া হল অরূপ রায়কে, প্রাধান্য যুবমুখে
Published on: