নিজস্ব সংবাদদাতা : করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে দীর্ঘ ২১ দিনের লকডাউন। ইতিমধ্যে লকডাউন বাড়ার ইঙ্গিতও মিলিছে। লকডাউনের মাঝেও চালু রয়েছে বাজার, হাটসহ বিভিন্ন জরুরি পরিষেবা।
করোনার সংক্রমণ রুখতে অন্যান্য জেলার মতো হাওড়া জেলা প্রশাসনও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আজ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রের মধ্য দিয়ে আমতা – ২ ব্লকের বিভিন্ন বাজার, হাসপাতাল, জয়পুর থানা, জয়পুর মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকাকে স্যানিটাইজড করার প্রক্রিয়া শুরু হল।
সকাল থেকেই সমগ্র প্রক্রিয়াটির তদারকি করছেন আমতা – ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল, জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস নস্কর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল জানান, “করোনা মোকাবিলায় আমতা – ২ ব্লক প্রশাসন সদা প্রস্তুত। বিভিন্ন সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ব্লকের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে পর্যায়ক্রমে জীবাণুনাশ করার কাজ চলবে।”