নিজস্ব সংবাদদাতা : বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট গণনার পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। গ্রামীণ হাওড়াতেও বিজেপি কর্মীদের মারধর, বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এবার তারই প্রতিবাদে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি।
হাওড়া গ্রামীণ জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোট গণনার পর থেকে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন বিধানসভায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাদের বাড়ি, দোকান ভেঙে-পুড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ, প্রায় ছ’হাজার বিজেপি কর্মী-সমর্থকের পরিবার ঘরছাড়া৷ ভেঙে দেওয়া হয়েছে প্রায় ১২৫০টি বাড়ি-দোকান। এমনকি শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির তরফে।
এরই প্রতিবাদে শুক্রবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়কে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল হাওড়া গ্রামীণ জেলা বিজেপি। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল, সহ-সভাপতি রমেশ সাঁধুখা, বিজেপি নেতা সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। তাদের দাবি, অবিলম্বে পুলিশকে হাওড়া গ্রামীণ জেলায় শান্তি ফেরাতে হবে। ঘর ছাড়াদের বাড়ি ফেরাতে হবে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।