মঙ্গলে নয়, শনিতে বসবে হাওড়ার মঙ্গলাহাট, সিদ্ধান্ত জেলা প্রশাসনের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলে নয়, এবার হাওড়ার মঙ্গলাহাট শুধু শনিবারেই বসবে। করোনা পরিস্থিতিতে আপাতত এমনই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। সূত্রের খবর, সপ্তাহের মাঝে মঙ্গলবার কাজের দিনে হাট বসলে ভিড়ের জেরে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হবে। সে কারণেই সপ্তাহান্তে শনিবারকেই আপাতত বেছে নিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, শনিবার রাত ৯ টা থেকে খুলবে মঙ্গলাহাট। চলবে রবিবার সকাল ৬টা পর্যন্ত। শুধুমাত্র স্থায়ী দোকানগুলিই চালু থাকবে। হাওড়া ময়দান চত্বর জুড়ে রাস্তার ফুটপাতে বসা খুচরো বিক্রেতা এবং স্টলগুলিকে আপাতত বসার অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাওড়া ময়দানে যেখানে মঙ্গলাহাট বসে সেই চত্বরেই হাওড়া জেলা হাসপাতাল, জেলা পরিষদ কার্যালয় সহ বিভিন্ন প্রশাসনিক ভবন রয়েছে। এখানে নানা কাজে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। তাই কোনোভাবেই যাতে ওই এলাকায় সংক্রমণ না ছড়ায় তা বিচার করেই রাতে হাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।