নিজস্ব সংবাদদাতা : শহরের বিভিন্ন অংশে সপ্তাহ ঘুরে গেলেও বিদ্যুৎ না আসায় সিইএসসির বিরুদ্ধে আঙুল তুলেছিলেন বহু মানুষ। এবার তাদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।
হাওড়ার বেলুড়ের গাঙ্গুলী স্ট্রিটে বিদ্যুতের তারে পড়ে থাকা গাছের ডাল কাটতে গিয়ে তড়িদাহিত হয়ে মৃত্যু হল এক দমকলকর্মীর। জানা গেছে, ওই দমকলকর্মীর নাম সুকান্ত সিংহ রায় (২৭)।
হুগলির তারকেশ্বরের বাসিন্দা এই দমকল কর্মীর মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছে সিইএসসির বিরুদ্ধে। সূত্রের খবর, ওই এলাকায় কাজ করার আগে সিইএসসিকে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করার কথা জানানো হয়।
অভিযোগ, লাইন বন্ধ হয়েছে বলার পরও লাইন চালু ছিল। তারপরই কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ওই কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
ওই দমকল কর্মীকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।জানা গেছে, সিইএসসির তিনজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে বেলুড় থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।