নিজস্ব সংবাদদাতা : এবার উলুবেড়িয়ার বুকে অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া জেলা বইমেলা। আর এই খবরেই খুশি গ্রামীণ হাওড়ার বইপ্রেমীরা। এতোদিন হাওড়া জেলা বইমেলা হাওড়া সদরে অনুষ্ঠিত হলেও এবার তা উলুবেড়িয়া পৌরসভার পার্কিং জোনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানা গেছে, আগামী ২০ শে ডিসেম্বর থেকে শুরু হওয়া বইমেলা চলবে ২৬ শে ডিসেম্বর অব্ধি। উল্লেখ্য, এই মেলার আয়োজক রাজ্য গ্রন্থাগার বিভাগ। এতোদিন প্রতিবছর শীতে হাওড়া সদর এলাকায় এই বইমেলা অনুষ্ঠিত হত। গ্রামীণ হাওড়ার অনেকেই দূরত্ব জনিত সমস্যার কারণে হাওড়া সদরে অনুষ্ঠিত হাওড়া জেলা বইমেলায় সামিল হতে পারতেন না। হাওড়া গ্রামীণ এলাকার বহু মানুষ উলুবেড়িয়ায় বইমেলার দাবি জানিয়েছিলেন। এবার তা-ই ঘটতে চলেছে। প্রশাসনের এহেন সিদ্ধান্তে খুশি গ্রামীণ এলাকার বইপ্রেমীরা। এক বইপ্রেমীর কথায়, এই সিদ্ধান্ত বইপ্রেমী গ্রামাঞ্চলের মানুষজনের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক ও আনন্দদায়ক। ইতিমধ্যেই মেলা আয়োজনের প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
উলুবেড়িয়ায় বসেতে চলেছে হাওড়া জেলা বই মেলার আসর, খুশি বইপ্রেমীরা
Published on: