খুলতে চলেছে হাওড়া আদালত, গ্লাভস ও মাস্ক বাধ্যতামূলক আদালত চত্বরে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ লকডাউনের পর ক্রমশ ছন্দে ফিরছে তিলোত্তমার রাজপথ থেকে শহরতলির অলিগলি। শুরু হয়েছে যান চলাচল। এরইমধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলতে চলেছে হাওড়া আদালত। জানা গেছে, আগামী ১০ ই জুন থেকে হাওড়ার দেওয়ানি ও ফৌজদারি উভয় আদালতেই কাজ শুরু হবে।জানা গেছে, সমস্ত রকম স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনেই কাজ শুরু হবে। আদালতের প্রধান দু’টি গেট খোলা থাকবে। নির্দিষ্ট পরিচয় পত্র দেখিয়ে তবেই ঢোকা যাবে। ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং করা হবে প্রত্যেকের। নির্দিষ্ট সামাজিক দূরত্ব মানার পাশাপাশি আইনজীবীদের প্রত্যেককে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। আদালত কক্ষে দু’পক্ষের দু’জনের বেশি আইনজীবী থাকতে পারবেন না। জরুরি মামলাগুলির আগে শুনানি হবে বলে জানা গেছে।