চলে গেলেন প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিং, ক্রীড়ামহলে শোকের ছায়া

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবাদপ্রতিম ভারতীয় হকি তারকা বলবীর সিং। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর আজ সকালে মোহালির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই প্রবাদপ্রতিম ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব দেশের হয়ে প্রতিনিধিত্ব করে তিনবার অলিম্পিকে (১৯৪৮, ১৯৫২ ও ১৯৫৬) ভারতকে সোনা এনে দিয়েছিলেন।

ফরোয়ার্ড খেলোয়াড় বলবীর সিং কোচ হিসাবেও সফলতার শিখরে পৌঁছেছিলেন। তাঁর কোচিংয়েই প্রথম এবং শেষ বার ভারতীয় হকি দল বিশ্বকাপ জেতে। ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলিট বলবীর সিং একমাত্র ভারতীয় যাঁকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাদের বেছে নেওয়া আধুনিক অলিম্পিক ইতিহাসের ১৬ জন প্রবাদপ্রতিম তারকার মধ্যে স্থান দিয়েছেন। উল্লেখ্য, অলিম্পিক ফাইনালে বলবীর সিংয়ের করা সর্বাধিক গোলের রেকর্ড এখন অব্ধি পৃথিবীতে কেউ ভাঙতে পারেননি।