নিজস্ব সংবাদদাতা : বছর তিনেকের নাতিকে সাইকেলে চাপিয়ে বৈকালিক ভ্রমণে বেরিয়েছিলেন দাদু। তারপরই ঘনিয়ে এলো মর্মান্তিক পরিণতি। কন্টেনারের ধাক্কায় প্রাণ গেল দাদু-নাতির। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে বাগনানের হিজলক এলাকায়। জানা গেছে, মৃতদের নাম অচিন বটব্যাল (৫১) এবং নিশান বটব্যাল (৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, হিজলক শিবতলা এলাকার বাসিন্দা অচিন বটব্যাল বুধবার বিকালে নাতি নিশানকে সাইকেলে চাপিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। অভিযোগ, বাগনান-বাক্সী রোডের হিজলক প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কন্টেনার তাদের সাইকেলে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন দাদু-নাতি। ঘটনাস্থলেই প্রাণ হারান অচিন বাবু। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
ছোট্ট নিশানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে মৃত বলে ঘোষণা করেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিক্ষুব্ধ জনতা বাগনান-বাক্সী রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বেশকিছুক্ষণ পরে পুলিশ অবরোধ তুলে দেয়। জানা গেছে, ইতিমধ্যেই ঘাতক কন্টেনারটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে দাদু-নাতির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে হিজলক এলাকায়।