পৃথ্বীশরাজ কুন্তী : প্রতিবছরই শীতের মরসুমে ১৬ দলীয় নকআউট পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে উৎসবের চেহারা নেয় গ্রামীণ হাওড়ার বাগনান থানার পূর্ণাল মাঠ। পূর্ণাল মিলন মন্দিরের তরফে আয়োজিত এই টুর্নামেন্টে হাওড়া জেলা তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ক্রিকেট দল অংশ নেয়।
করোনা আবহে দাঁড়িয়ে এবার এই টুর্নামেন্ট বন্ধ রাখলেও ক্রিকেটের উৎসাহে খামতি রাখতে নারাজ আয়োজকরা। করোনা আবহে দাঁড়িয়ে সংগঠনের সদস্যদের চারটি দলে ভাগ করে শুরু হল অভিনব পূর্ণাল প্রিমিয়ার লিগ। উদ্যোক্তারা জানিয়েছেন, সংগঠনের ৫২ জন সদস্য এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছেন।
তাদের লটারির মাধ্যমে চারটি দলে ভাগ করা হয়েছে। চারটি দলের নাম দেওয়া হয়েছে ‘আগ্রাসী এগারো’, ‘অ্যাটাকিং একাদশ’, ‘তুরুপের তাস’ ও ‘এক্সাইটিং ইলেভেন’। প্রত্যেক দলে খেলেবেন ১১ জন, অতিরিক্ত ২ জন। গতকাল রবিবার পূর্ণাল ফুটবল মাঠে প্রথম খেলা অনুষ্ঠিত হয়। জানা গেছে, মোট ১৩ টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩১ শে জানুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই লিগের অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ বেরা জানান, “করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের টুর্নামেন্ট বন্ধ রাখা হয়েছে। কিন্তু, স্থানীয় ক্রিকেটপ্রেমী মানুষের আবেগকে প্রাধান্য দিয়ে নিজেদের মধ্যেই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করতে এই অভিনব ভাবনা।” তিনি জানান, “প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড় ও ফাইনালে অংশগ্রহণকারী দুটি দলকে পুরষ্কৃত করা হবে।” উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।