নিজস্ব সংবাদদাতা : একশো দিনের কাজে পুকুরের মাটি কাটার সময় হাড়গোড় উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার পাঁচলা থানার জয়রামপুর এলাকায়।
সূত্রের খবর, একশো দিনের কাজে জয়রামপুরে একটি পুকুরে মাটি কাটার কাজ চলছিল। সময় হাড়গোড় শনিবার সকালে জয়রাম সেই সময় মাটির নিচে একটি ব্যাগ এপুকুরে মাটি কাটার সময় হাড়গোড় উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাঁচলার জয়রামপুরে। পরে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গোড় উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে জয়রামপুরে ১০০ দিনের প্রকল্পে একটি পুকুরের মাটি কাটার কাজ চলছিল। শনিবার সকালে কাজ চলাকালীন একটি ব্যাগ এবং একটি জ্যাকেট দেখতে পান কর্তব্যরত শ্রমিকরা। এরপর আরও বেশ কিছুটা মাটি কাটলে বেশ কিছু হাড়গোড় দেখতে পান তাঁরা। হাড়গোড় উদ্ধারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁচলা থানার পুলিশ পরে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গোড় উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সেগুলিকে উদ্ধার করে ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।