নিজস্ব সংবাদদাতা : লকডাউনের প্রথম দিন থেকে সরকারি নির্দেশ মেনে বন্ধ করে দেওয়া হয় গাদিয়াড়া- গেঁওখালি লঞ্চ পরিষেবা।
তারপর, সরকারি নির্দেশ অনুযায়ী জুনের শুরুতেই গাদিয়াড়া থেকে নুরপুর পর্যন্ত লঞ্চ সার্ভিস চালু হলেও ফিটনেস জনিত বেশ কিছু সমস্যার কারণে বন্ধ ছিল গাদিয়াড়া – গেঁওখালি ফেরি সার্ভিস।
যার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বহু যাত্রী। অবশেষে, চালু হল গাদিয়াড়া – গেঁওখালি রুটের লঞ্চ পরিষেবা।
গাদিয়াড়া লঞ্চ ঘাটের ম্যানেজার উত্তম রায়চৌধুরী জানান, “করোনা সম্পর্কিত সমস্ত স্বাস্থ্য বিধি মেনে যাত্রীদের লঞ্চে উঠতে হবে। মাস্ক না ব্যবহার করলে টিকিট মিলবে না।” দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ফের ফেরি পরিষেবা চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা।