নিজস্ব সংবাদদাতা : রাজ্যপ্রাণী বাঘরোলের নিথর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার ফুলেশ্বর স্টেশন লাগোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফুলেশ্বর স্টেশন লাগোয়া রেল ট্র্যাকের একটি পূর্ণ বয়স্ক বাঘরোলের দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রাই বাঘরোলের দেহটিকে উদ্ধার করে রেলট্র্যাকের পাশে সরিয়ে দেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেনের ধাক্কাতে পূর্ণ বয়স্ক বাঘরোলটির মৃত্যু ঘটে থাকতে পারে। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
তবে এব্যাপারে নিশ্চিত নন স্থানীয় মানুষ। দীর্ঘক্ষণ বাঘরোলের দেহটি পরে থাকে। এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর গনেশ চক্রবর্তী। তিনি বন দপ্তরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরা। বাঘরোলটির নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বন দপ্তর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী বাঘরোল ‘বিপন্ন’ তালিকাভুক্ত। বাঘরোলকে বাঁচাতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে বন দপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।