নিজস্ব সংবাদদাতা : ভারতীয় জাতীয় ফুটবল দল কিমবা মোহনবাগানের হয়ে দেশ – বিদেশের মাটিতে অসংখ্য ম্যাচে বল পায়ে দাপিয়ে বেড়িয়েছেন ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ব্যক্তিত্ব চুনী গোস্বামী। আবার ব্যাট – বল হাতেও বাংলাকে রঞ্জির ফাইনালে তুলেছেন। হকি স্টিক নিয়েও দৌড়েছেন। পাশাপাশি, অভিনয় করেছেন দু-দু’টি বাংলা চলচ্চিত্রে। তাঁর অভিনীত প্রথম ছবি ‘প্রথম প্রেম’। ১৯৬৫ সালে অজয় বিশ্বাস পরিচালিত এই ছবিতে বিশ্বজিৎ, সন্ধ্যা রায়ের সাথে কাজ করেন সুবিমল গোস্বামী, ওরফে চুনী গোস্বামী। খেলাপাগল মানুষটি খেলোয়াড়ের চরিত্রেই বিশ্বজিতের বন্ধু হিসাবে অভিনয় করেন। দ্বিতীয়বার তাঁকে দেখা যায় ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ট্রাইকার’ ছবিতে। অর্চন চক্রবর্তী পরিচালিত সন্তু মুখোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, রুমা গুহঠাকুরতা অভিনীত এই ছবিতে অবশ্য নিজের চরিত্রেই অভিনয় করেছিলেন বাংলার এই কিংবদন্তী ক্রীড়াবিদ। ফুটবল, ক্রিকেট কিমবা সিনে জগৎ যেখানেই নেমেছেন সেখানেই সাফল্য পেয়েছেন বহুমুখী প্রতিভাসম্পন্ন এই কিংবদন্তী বাঙালি।
ফুটবল থেকে ক্রিকেট, এমনকি রুপোলি পর্দাতেও সফল কিংবদন্তী চুনী
Published on: