নিজস্ব প্রতিবেদক : জাহিরা, বাসন্তী, মালাদের জীবনে চরম প্রতিবন্ধকতা। কিন্তু ওদের মনের অদম্য জোর আর প্রতিভায় ওরা জায়গা করে নিতে চলেছে স্পেশাল অলিম্পিকে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের জানুয়ারীতে জার্মানিতে অনুষ্ঠিত হতে চলেছে মানসিক প্রতিবন্ধীদের স্পেশাল অলিম্পিকের ফুটবলের আসর৷ এই অলিম্পিকে ভারতের দল গঠনের জন্য আগামী বছরের ৪-৯ ই জানুয়ারী দিল্লিতে বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই ডাক পেলেন উলুবেড়িয়ার চার কন্যা —বাসন্তী কুমার, জাহিরা খাতুন, ইত্তেসমা খাতুন ও মালা সিং মুড়া। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
জানা গেছে, এরা প্রত্যেকেই উলুবেড়িয়ার আশা ভবন সেন্টার নামক একটি আবাসিক হোমের বাসিন্দা। উল্লেখ্য, এই স্বেচ্ছাসেবী সংগঠন শারীরিকভাবে বিশেষ সক্ষম কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করে। আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বাড়ুই বলেন, আমরা আমাদের হোমের আবাসিকদের খেলাধুলার উপর বিশেষ জোর দিই। জানা গেছে, উলুবেড়িয়ার এই চার কন্যার পাশাপাশি বীরভূমের তিন কন্যা জায়গা করে নিয়েছে এই দলে। দলের যুগ্ম প্রশিক্ষক পম্পা জাসু ও ললিতা নাগ।