নিজস্ব সংবাদদাতা : রয়েছে স্কুল, রয়েছে ছাত্রছাত্রী, কিন্তু নেই উপযুক্ত শ্রেণীকক্ষ। বাধ্য হয়ে একটি শ্রেণীকক্ষেই কার্যত ঠেসাঠেসি করে চলছে পাঁচটি শ্রেণীর পঠনপাঠন। এমনই করুণ চিত্র হাওড়ার ধুলোগড় ওয়েস্ট মুসলিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, ধুলোগড় ওয়েস্ট মুসলিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি শ্রেণীকক্ষ থাকলেও তিনটির ভগ্নদশা। দু’টো কক্ষের একটিতে অফিসের কাজ আর একটিতে কোনোরকমে পাঁচটি শ্রেণীর পঠনপাঠন চলছে। ১৯৫৫ সালে স্কুলের প্রতিষ্ঠা হয়। স্কুলের খ্যাতি ছিল আশপাশের বেশ কয়েকটি গ্রাম জুড়ে। একসময় বহু ছাত্রছাত্রী এই স্কুলে আসতেন। কিন্তু বর্তমানে স্কুলের পরিকাঠামো একেবারেই বেহাল। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
জানা গেছে, আইনি জটিলতায় স্কুল মেরামতি ও নির্মাণের কাজ থমকে। ফলত বাধ্য হয়ে অন্য স্কুলে নিজেদের ছেলেমেয়েদের পাঠাতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক জানান, এই স্কুলে একসময় অনেক পড়ুয়া ছিল। এখন এই অবস্থায় অনেকেই আর ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে দ্রুত স্কুলের পরিকাঠামোর উন্নয়ন চাইছেন অভিভাবকরা। স্থানীয় এক ব্যক্তি জানান, আমরা খেটে-খাওয়া মানুষ। প্রাইভেট স্কুলে ছেলেমেয়েদের পড়ানোর ক্ষমতা নেই। স্কুলের এই অবস্থার উন্নতি হোক। বিষয়টি প্রসঙ্গে হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, বিষয়টি তারা জানেন। আইনি জটিলতায় স্কুলের শ্রেণীকক্ষ তৈরির কাজ আটকে রয়েছে। তবে এ নিয়ে তাদের আইনি সেল কাজ করছে বলে জানান কৃষ্ণবাবু। দ্রুত সমস্যা সমাধান হবে বলেই তিনি আশাবাদী।