হাওড়ার পাঁচলার বিতর্কিত হোম থেকে সরানো হল ১৫ জন আবাসিককে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়ার পাঁচলার মালিপুকুর সমাজ কল্যাণ উন্নয়ন সমিতি নামের একটি সরকারি সাহায্য প্রাপ্ত হোম থেকে পনেরো জন বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিককে অন্যত্র সরিয়ে নিল জেলা প্রশাসন। হোমের বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিক হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার হোমের পনেরো জন বিশেষ চাহিদা সম্পন্ন আবাসিকদের নদীয়ার নাকাশীপাড়া হোমে স্থানান্তরিত করা হয়েছে এবং একজনের পরিচয় পাওয়া যাওয়ায় তাকে নিজের বাড়িতে পাঠানো হয়েছে। এর আগেও এই হোমের বিয়াল্লিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন আবসিকের মধ্যে একচল্লিশ জনকে বর্ধমানের কাটোয়ার একটি হোমে এবং একজনকে কলকাতার একটি হোমে পাঠানো হয়েছিল। হাওড়া জেলা প্রশাসনের এক আধিকারিক হোম থেকে আবিসিকদের সরিয়ে নেওয়ার কথা স্বীকার করলেও, কারণ জানাতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন পরিচয় বিহীন বিশেষ চাহিদা সম্পন্নদের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে সরকারী সাহায্যপ্রাপ্ত এই হোমে রাখা হয়। এই হোমের বিরুদ্ধে অনবরত বেনিয়মের খবর আসছিল। কয়েকদিন আগে হোমের এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়। তার আগেও বারবার এই হোম থেকে আবাসিক পালানো সহ বিভিন্ন অভিযোগ আসছিল।