“সেবা সপ্তাহ” কর্মসূচিতে উলুবেড়িয়ার ৩২টি সংখ্যালঘু পরিবার যোগ দিলো বিজেপিতে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিন উপলক্ষে “সেবা সপ্তাহ” নামক কর্মসূচি পালন করছে বিজেপি। একইভাবে হাওড়া গ্রামীণ জেলা বিজেপিও এই কর্মসূচি পালন করছে রক্তদান শিবির, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে। তেমনই আজ হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতৃত্বে আমতা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণের মাধ্যমে পালিত হল “সেবা সপ্তাহ” কর্মসূচি।

পাশাপাশি, আজ বিকালে উলুবেড়িয়া পৌরসভার ১১ ফটক বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পায়েস বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে ২১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩২টি পরিবারের প্রায় ২৫০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করেন বলে জানা গেছে। বিজেপির সূত্রে খবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেত্রী তনুজা চক্রবর্তী, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি শিবশংকর বেজ, বিজেপির সংখ্যালঘু মোর্চা হাওড়া গ্রামীণের সভাপতি মাকসুদ আলী সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃবৃন্দ।

উক্ত যোগদান কর্মসূচিতে বিজেপির সংখ্যালঘু মোর্চা হাওড়া গ্রামীণের সভাপতি মাকসুদ আলী সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, “আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের সংখ্যালঘু ভাইদের। যারা নিজেদের ভুল বুঝতে পেরে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সেই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়ের কে আমি বলতে চাই আগামী দিনে মুসলমান ভাইরা কিন্তু পিছিয়ে থাকবে না।” উল্লেখ্য, পাঁচলা বিধানসভর গোলাবাড়িতে রাজ্য বিজেপি নেতা জয় ব্যানার্জি ও দেবজিত সরকার এর উপস্থিতিতে একটি রক্তদান শিবির আয়োজিত হয়।