গাদিয়াড়া সহ হাওড়ার একাধিক রুটে চালু হচ্ছে ফেরি পরিষেবা, জানাল পরিবহন দপ্তর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের জেরে হাওড়ার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন বন্ধ ফেরি পরিষেবা। কিছুদিন আগে থেকে বাস, অটো, ট্যাক্সি চললেও ফেরি পরিষেবা বন্ধই রেখেছিল সরকার। তবে এবার নির্দিষ্ট বিধি মেনে হাওড়ার বিভিন্ন রুটে চালু হতে চলেছে ফেরি সার্ভিস।

এবিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পরিবহণ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১ লা জুন থেকে পরিবহণ দফতর ও হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির উদ্যোগে ফেরি সর্ভিস চালু হবে। তবে মেনে চলতে হবে বিশেষ বিধি। নির্দেশিকায় বলা হয়েছে, ৪০ শতাংশের বেশি যাত্রী তোলা যাবে না লঞ্চে।

যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক এবং গ্লাভস ব্যবহার আবশ্যক। সকাল ৮ টা সন্ধ্যা ৬ টা অব্ধি প্রতি ১ ঘন্টা অন্তর লঞ্চ পরিষেবা মিলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আপাতত চালু হচ্ছে ৯ টি রুটের লঞ্চ পরিষেবা।

হাওড়া – ফেয়ারলিপ্লেস, নুরপুর – গাদিয়াড়া, নাজিরগঞ্জ – মেটিয়াবুরুজ, রামকৃষ্ণপুর – চাঁদপাল, চাঁদপাল – হাওড়া (ভায়া ফেয়ারলি), হাওড়া – বাগবাজার (ভায়া শোভাবাজার, আহিরিটোলা), হাওড়া – শিপিং, ফেয়ারলি – কুঠিঘাট (ভায়া রতনবাবুর ঘাট, বাগবাজার এবং কাশীপুর), কুঠিঘাট – বেলুড়। আপাতত এই রুটে লঞ্চ চলাচল করবে বলে রাজ্য পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।