নিজস্ব সংবাদদাতা : গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার নিশ্চিন্দা থানার রামচন্দ্রপুর এলাকায়। সূত্রের খবর, সোমবার রামচন্দ্রপুর এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তাকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ, ওই মহিলার উপর প্রায়শই তাঁর স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি মানসিক নির্যাতন চালাত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।