পৃথ্বীশরাজ কুন্তী : ভারত স্কাউটস এন্ড গাইডসের উলুবেড়িয়া সাব-ডিভিশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার বাগনান হাইস্কুলে পরিবেশ সচেতনতার উপর একটি বিশেষ শিবির অনুষ্ঠিত হল।
উদ্যোক্তারা জানান, স্থানীয় পরিবেশের বিভিন্ন সমস্যাগুলিকে চিহ্নিত করে তার প্রতিকারে ছাত্রছাত্রীরা কী ভূমিকা নেবে সে বিষয়েই এদিন মূলত আলোচনা করা হয়।
এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক সৌরভ দোয়ারী, সমীর কুমার মন্ডল সহ অন্যান্যরা। তাঁরা উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে পরিবেশ সংরক্ষণের বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা করেন।
পাশাপাশি, জল সংরক্ষণ, বৃক্ষরোপণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরেও আলোচকরা আলোকপাত করেন। সারা মাস ধরেই বিভিন্ন স্কুলে সেমিনার করার পরিকল্পনা আছে বলে উদ্যোক্তারা জানান।