নিজস্ব সংবাদদাতা : ভরা শীতের মাঝে বৃষ্টি। আর তাতেই বিপুল ক্ষতির মুখে কৃষকরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই মঙ্গলবার বিকাল থেকে শুরু হয় বৃষ্টি। সন্ধ্যায় মুষলধাড়ে বৃষ্টিতে কোথাও কোথাও জল দাঁড়িয়ে গিয়েছে। আর তাতেই ক্ষতির মুখে কৃষকরা। বাগনানে গোপালপুর গ্রামে বিঘার পর বিঘা জমিতে টমেটো চাষ হয়। অকাল বর্ষণে জমিতে জমেছে জল। আর তাতেই সমস্যায় পড়েছেন চাষিরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
জানা গেছে, বৃষ্টির জেরে গোপালপুর এলাকার প্রায় দু’সো বিঘা জমির টমেটো চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ফুল চাষ ও পানচাষেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে যান বাগনান-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু ও বাগনান-২ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কাজল ভৌমিক।
বাগনান-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু জানান, প্রায় দু’শো বিঘা জমির চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। টমেটো চাষের পাশাপাশি চেরি, চিনা গাঁদা, পান চাষেও প্রচুর ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, প্রায় ৬০ টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে আছে রাজ্য সরকার।