নিজস্ব সংবাদদাতা : গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন গ্রামীণ হাওড়ার বাগনানের বিভিন্ন এলাকা। বুধবার রাত থেকে বৃষ্টির জেরে বাগনান গ্রামীণ হাসপাতাল, বাগনান বাসস্ট্যান্ড, এনডি ব্লক সহ বিভিন্ন জায়গায় জল জমেছে। স্থানীয় মানুষের অভিযোগ, বাগনান শহরে জল নিকাশি ব্যবস্থা সেরকম ভাবে গড়ে তোলা হয়নি। যার জেরে অতিবৃষ্টির ফলে জল জমছে বাগনানের বিভিন্ন এলাকায়।
বাগনান গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যরা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। অভিযোগ, একটু বৃষ্টি হলেই হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় জল ঢুকে যায়।এবিষয়ে বাগনান-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত জানান, জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিমধ্যেই একটি মাষ্টার প্ল্যান তৈরি করেছেন বিধায়ক অরুণাভ সেন।
তিনি আরও বলেন, তবে এলাকার মানুষ যারা বাড়ি করছেন তাদেরও ভাবা উচিত। জলনিকাশি ব্যবস্থাকে না বুজিয়ে যাতে সঠিকভাবে বাড়ি করা হয় সেদিকে নজর দিতে হবে। খুব দ্রুত নিকাশি ব্যবস্থা তৈরি করে এলাকার মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ মেটানোর আশ্বাস দিয়েছেন সমীর সামন্ত।