নিজস্ব সংবাদদাতা : ডিভিসির জল ছাড়ায় উদয়নারায়নপুর ও আমতার পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক। প্রথমে ০৯.৩০ নাগাদ শুরু হয় উদয়নারায়নপুরের বিডিও অফিস অফিসে শুরু হয় বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরী বৈঠক। বৈঠক শেষে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে জেলাশাসক বলেন সকলকে ত্রানশিবিরে পৌঁছানোর ব্যবস্থা করাএবং প্রত্যেকের কাছে দু বেলা পাউচ জল ও খাদ্য সামগ্রী দেওয়ার জন্য বিডিওকে আদেশ দেন। তারপর তিনি রওনা দেন আমতার উদ্দেশ্যে। এছাড়াও উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা বলেন এখনও পর্যন্ত ১৭টি গ্রাম জলের তলায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে RDA গ্রাম পঞ্চায়েত ও কুড়চি শিবপুর গ্রাম পঞ্চায়েত। তবে প্রাথমিক ভাবে যেটা বোঝা যাচ্ছে জলের চাপ যদি না কমে তাহলে হরালী উদয়নারায়নপুর, সিংটী ও পাঁচারুল গ্রাম পঞ্চায়েত এর বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ডিভিসির জল ছাড়ায় উদয়নারায়নপুর ও আমতার পরিস্থিতি খতিয়ে দেখলেন হাওড়ার জেলাশাসক
Published on: