নিজস্ব সংবাদদাতা : শুক্রবার বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সন্ধে পেরিয়ে তার গতি কিছুটা কমলেও শেষরাত থেকে শুরু করে শনিবার সকালেও বৃষ্টির কোনও বিরাম নেই।বৃষ্টির জেরে হাওড়ার কারশেডে জল জমে রেল পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে বিভিন্ন লাইনের ট্রেন।শুধু ট্রেন নয়। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে অনেক জায়গায় জল জমে যায়। জল জমে রয়েছে কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভেনিউ, মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট এবং বড়বাজার এলাকায় নিচু জায়গায়। রাতভর বৃষ্টিতে আলিপুর, একবালপুর, বেহালার মতো জায়গায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। ফলে রাস্তায় বাস থেকে ট্যাক্সি সব কিছু সংখ্যাই অন্যান্য দিনের থেকে অনেকটাই কম। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের সাহায্য তাঁদের অনেকটাই আশ্বস্ত করেছে৷
বৃষ্টির জেরে হাওড়ায় ব্যাহত রেল পরিষেবা
Published on: