হাওড়ার হরিজন বস্তিতে করোনা সংক্রমণের জের, পুর এলাকায় ব্যাহত জঞ্জাল সাফাই

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়ার সদরের বড়ো বস্তিগুলোর মধ্যে ব্যাঁটরার হরিজন বস্তি অন্যতম। হাওড়া পৌর নিগমের ২৪ নং ওয়ার্ডের বস্তিটিতে প্রায় হাজার তিনেক মানুষের বসবাস। যার মধ্যে প্রায় দেড়শো মানুষ হাওড়া পুরসভায় অস্থায়ী সাফাই কর্মী হিসেবে কাজ করেন। তাই হাওড়া পুর এলাকার জঞ্জাল সাফাই অনেকটাই এঁদের উপর নির্ভরশীল।

এবার, হাওড়ার হরিজন বস্তিতে করোনা সংক্রমণের জেরে বেশ কিছুটা ধাক্কা খেয়েছে পুর পরিষেবা। উল্লেখ্য, হাওড়ার এই ঘিঞ্জি বস্তিতে একজনের দেহে প্রথমে করোনার সন্ধান মেলে। তারপর প্রায় ১৩০ জনের টেস্ট করা হলে বেশ কিছু মানুষের দেহে করোনার উপস্থিতি মেলে। তারপরই বস্তিটি সিল করে দেওয়া হয়। ফলে কাজে যোগ দিতে পারছেন না পুরসভার সাফাই কর্মী হিসাবে কর্মরত শতাধিক কর্মী।

অভিযোগ, তার জেরেই হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল সাফাইয়ে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। জানা গেছে, কর্মীর অভাবে বেশ কিছু নর্দমা ঠিকভাবে পরিষ্কার করা হচ্ছেনা। প্রধান রাস্তায় ঝাড়ু দেওয়া হলেও ময়লা জমছে অপেক্ষাকৃত সংকীর্ণ অলিগলিতে। তবে পুরসভার পক্ষ থেকে অন্যান্য সাফাই কর্মীদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।