নিজস্ব সংবাদদাতা : গোষ্ঠী সংক্রমণ রোধ করতে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ চলছে দ্বিতীয় দিনের কড়া লকডাউন। প্রথম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় কড়া লকডাউন পালনের ছবি ধরা পড়েছিল। কিন্তু, দ্বিতীয় দিনের লকডাউনে সকাল থেকেই বেশ কিছু দোকান খুলে রাখার অভিযোগ উঠল শ্যামপুর বাজার চত্বরে। সূত্রের খবর, শ্যামপুর বাজার এলাকায় মুদিখানা, চা’য়ের দোকান, সোনার দোকান সহ প্রায় ১২ টি দোকান আজ সকাল থেকেই খোলা রয়েছে।
উল্লেখ্য, লকডাউনে কেবলমাত্র ওষুধ ও অত্যাবশকীয় পণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তাই সংশ্লিষ্ট দোকানগুলি সকাল থেকে খোলা থাকায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্যামপুর বাজার ব্যবসায়ী সমিতির এক কর্তা জানান, “লকডাউনকে অমান্য করে আজ সকাল থেকেই বেশ কিছু দোকান খোলা রয়েছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক শ্যামপুর থানা।” অন্যদিকে, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, শ্যামপুরের ওসি জেলার কোভিড হাসপাতাল সঞ্জীবনে বর্তমানে চিকিৎসাধীন।