নিজস্ব সংবাদদাতা : মাস ঘুরতে না ঘুরতেই ফের লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল। রবিবার হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় হাওড়া-আমতা লোকাল। ট্রেনে যাত্রী থাকলেও ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে ট্রেনটি রক্ষা পায়। সূত্রের খবর, রবিবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৯ নম্বর প্লাটফর্মে ঢুকছিল লোকালটি। তার কিছুটা আগে বঙ্কিম সেতুর নীচে লাইনচ্যুত হয়ে যায় ওই লোকালের পিছনের দিক থেকে ৩ নম্বর কামরাটি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীর। তবে দুর্ঘটনার জেরে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিক এবং কর্মীরা। নিয়ে যাওয়া হয় উদ্ধারকারী ভ্যানও। শুরু হয় ট্রেনের চাকা লাইনে তোলার কাজ। হাওড়া স্টেশনে দুর্ঘটনা ঘটায় বেশ কিছুক্ষণ দক্ষিণ-পূর্ব রেল শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। উল্লেখ্য। কয়েকদিন আগেই হাওড়া-আমতা লোকাল মাজু স্টেশনের অদূরে যাদববাটি রেল ক্রসিংয়ের কাছে লাইনচ্যুত হয়েছিল। আহত হয়েছিলেন কয়েকজন যাত্রী। সেই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। মাস ঘুরতে না ঘুরতে ফের বেলাইন হাওড়া-আমতা লোকাল।
ফের বেলাইন হাওড়া-আমতা লোকাল, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা
Published on: