নিজস্ব সংবাদদাতা : একদিকে দীর্ঘ লকডাউন এবং অন্যদিকে কালবৈশাখীর জেরে ক্ষতিগ্রস্ত জেলার ধান, পান, সব্জীচাষ। এমতাবস্থায় কৃষিজীবী মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে হাওড়া জেলার ১৪ টি ব্লকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল বামপন্থী কৃষক সংগঠনগুলি। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে জেলার প্রায় ২৫ টি জায়গায় প্রতীকী বিক্ষোভ দেখান সারা ভারত কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটির সদস্যরা।
সূত্রের খবর,১৪ টি ব্লকের মধ্যে বাগনান-১, বাগনান-২, উলুবেড়িয়া-১, আমতা-১, উদয়নারায়ণপুর ও বালি-জগাছা ব্লক ডেপুটেশন নিতে অস্বীকার করলে ই – মেল মারফত ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠন সূত্রে জানানো হয়েছে, কৃষিকাজে ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের যথা সময়ে ফিরিয়ে আনা, গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার উন্নতি সহ বিভিন্ন দাবিতে এই ডেপুটেশন।