নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগর দফতরের তত্ত্বাবোধনে এবং উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে গতকাল পালিত হল ‘ডেঙ্গু বিজয় অভিযান’। যত্রতত্র ময়লা না ফেলা, জল জমতে না দেয়াও এইরূপ নানাবিধ ও প্রচারের মাধ্যম দিয়ে জনসাধারণকে সচেতনতার বার্তা দেওয়া হয় এই অভিযান থেকে।
পুরসভা সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই মশার লার্ভা নিধনের জন্য পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হয়েছে। এবং পরবর্তীকালেও পুনরায় এই মাছ পৌরসভার বিভিন্ন জায়গায় ছাড়া হবে।
পৌরসভা প্রশাসক মন্ডলীর সদস্য অভয় দাস জানান, “আমরা উলুবেড়িয়া পৌরসভার কে নির্মল বাংলা হিসেবে গড়তে চাই। করোনা আবহেও আমরা ‘ডেঙ্গু বিজয় অভিযানে’ নেমেছি। গতবছর পুরসভার অন্তর্গত একজন নাগরিকেরও ডেঙ্গু ছিল না, এই বছরও এখনো পর্যন্ত নেই। আমরা মানুষকে সচেতন করার জন্য মানুষকে পাশে ও সাথে নিয়ে এই অভিযানে নেমেছি এবং সচেতনতার মাধ্যম দিয়ে চেষ্টা করছি যাতে একজন ডেঙ্গু আক্রান্ত না হন।” উল্লেখ্য, এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা প্রশাসক মন্ডলীর সদস্য অভয় দাস, আব্বাস উদ্দিন খান, সেখ আকবর সহ অন্যান্যরা।