নিজস্ব সংবাদদাতা : হাওড়া গ্রামীণ জেলা বিজেপি ও হাওড়া গ্রামীণ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় বিদ্যুতের বিল মুকুব, রেশন ব্যাবস্থায় স্বচ্ছতা, আয়ুস্মান প্রকল্প চালু করা সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।
বুধবার উলুবেড়িয়া ১ নং ব্লকের রথতলা, উলুবেড়িয়া ২ নং ব্লকের বিডিও অফিস, আমতা, শ্যামপুর, বাগনান, চেঙ্গাইল, উলুবেড়িয়া পূর্ব বিধানসভার অন্তর্গত রঘুদেবপুর, উদয়নারায়নপুরের পাঁচারুল সহ একাধিক জায়গায় বিজেপি ও বিজেপির যুব মোর্চার সদস্যরা সামাজিক দুরত্ব বজায় রেখে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়।
হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরজিৎ মন্ডল বলেন লক ডাউনের কারণে সাধারণ মানুষ সমস্যায় রয়েছেন।
পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাসুল অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশী।
সেই কারণে রাজ্য সরকারের উচিত তিন মাসের ইলেকট্রিক বিল মুকুব করা এবং রেশন ব্যাবস্থায় স্বচ্ছতা আনা।
পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের স্বার্থে আয়ুস্মান প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প চালু করেছে।
সেই সব প্রকল্প রাজ্য সরকার বাস্তবায়িত না করার কারনে রাজ্যের মানুষ তার সুফল ভোগ করতে পারছেন না। সেই সমস্ত প্রকল্প অবিলম্বে চালু করার দাবিও তারা জানান।