কৃষি আইন বাতিল সহ অন্যান্য দাবি নিয়ে পাঁচলায় বামফ্রন্টের অবস্থান-বিক্ষোভ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কৃষি আইন বাতিল, ‘কোম্পানির ভারতবর্ষ নয়, জনগণের ভারতবর্ষ চাই’— এই দাবিকে সামনে রেখে পথে নামল কয়েকশো বাম কর্মী-সমর্থক। বুধবার গ্রামীণ হাওড়ার পাঁচলার বিকি-হাকোলার সত্যপ্রিয় ভবন থেকে মিছিল করে প্রায় শ’পাঁচেক বাম কর্মী-সমর্থক পাঁচলা বিডিও অফিসের সামনে আসেন।

বিডিও অফিসের সামনে দলীয় পতাকা, ফ্লেক্স হাতে অবস্থান-বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, দেশের শক্তি কৃষকদের কথা মাথায় রেখে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে।বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণকেই প্রাধান্য দিতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক ডলি রায়, ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা সহ অন্যান্যরা।