নিজস্ব সংবাদদাতা : বিশেষ রক্ষণাবেক্ষণের জেরে গড়চুমুক মৃগদাব বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বন দপ্তর। ইতিমধ্যেই এই মর্মে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জানা গেছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য বৃহস্পতিবার থেকে আগামী ১০ ই মে পর্যন্ত গড়চুমুক মৃগদাব বন্ধ থাকবে।
যদিও, মৃগদাব বাদে গড়চুমুক পর্যটন কেন্দ্রের বাকি অংশ পর্যটকদের জন্য খোলা থাকবে বলে জানা গেছে। উল্লেখ্য, রাজ্যের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে গ্রামীণ হাওড়ার গড়চুমুক পর্যটনকেন্দ্র। নদী তীরবর্তী বিস্তীর্ণ স্থানে গড়ে উঠেছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। তারই মধ্যে রয়েছে মৃগদাব। ফি-বছর বহু মানুষ এখানে আসেন।