নিজস্ব সংবাদদাতা : ছাই বোঝাই ডাম্পারের চাকার তলায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো অঞ্জাতপরিচয় এক ব্যক্তি ও এক মহিলার। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার কুলগাছিয়া চন্ডীপুর এলাকার ও টি রোডের উপর।
স্থানীয় সুত্রে জানা গেছে একটি বাইকে চালক মৃত ব্যক্তি ও পিছনে বসা মহিলা উলুবেড়িয়ার দিক থেকে কুলগাছিয়ার দিকে যাওয়ার সময় রাস্তার পাশে পড়ে থাকা ইমারতি দ্রব্যের কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের চাকার তলায় পৃষ্ঠ হয়। হেলমেট থাকা সত্বেও দুজনেরই মাথা চাকার তলায় পড়ে থেঁতলে যায়।
ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দূর্ঘটনার পরেই ডাম্পার রেখে পালিয়ে যায় ডাম্পার চালক। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
এলাকার মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি রাস্তার পাশে বেআইনি ভাবে ইমারতি দ্রব্য ফেলে রাখার ফলে প্রায়শই এখানে দূর্ঘটনা ঘটে। এদিনও ইমারতি দ্রব্যের কারনে বাইকের চাকা পিছলে যাওয়ার ফলেই দূর্ঘটনা ঘটে তারা জানান।