নিজস্ব সংবাদদাতা : এক বিচারাধীন বন্দীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া উপ-সংশোধনাগারে। জানা গেছে, মৃতের নাম তাপস সাঁতরা(৩১)। সূত্র মারফত জানা গেছে, আমতার সেনেরডাঙা এলাকার বাসিন্দা তাপস বিগত দেড় বছর ধরে একটি খুনের মামলায় একজন বিচারাধীন হিসাবে উলুবেড়িয়া উপ-সংশোধনাগারে বন্দী। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে সংশোধনাগারের মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তাপস। তারপরই তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
মৃতের পরিবারের সদস্যদের দাবি, আমাদের বৃহস্পতিবার সকালে সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে ফোন করে অসুস্থতার বিষয়টি জানানো হয়। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারি মারা গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত বিচারাধীন বন্দীর ময়নাতদন্ত হবে।