নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কর্মীর নিথর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার আমতার চন্দ্রপুর এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম লাল্টু মিদ্দ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা থানার চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চাটরা মোল্লাপাড়া এলাকার বাসিন্দা লাল্টু মিদ্দ্যে তৃণমূল কংগ্রেস কর্মী। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোন লাল্টু। রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে একটি পুকুরে লাল্টুর নিথর দেহ উদ্ধার হয়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই খুনের পিছনে সিপিআইম জড়িত রয়েছে। দোষীদের শাস্তির দাবিতে রবিবার আমতা-রাণীহাটি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
আমতায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ, চাঞ্চল্য
Published on: