নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-আমতা শাখার গুরুত্বপূর্ণ স্টেশন পাঁতিহাল। জগৎবল্লভপুর, প্রতাপপুর সহ আট-দশটি গ্রামের হাজারো মানুষ প্রত্যহ এই স্টেশনের মাধ্যমে যাতায়াত করেন। মার্টিন রেল চলার সময় থেকেই গুরুত্বপূর্ণ এই স্টেশন। সেই পাঁতিহাল স্টেশনেই বিপজ্জনকভাবে খোলা অবস্থায় পড়ে রয়েছে একাধিক বৈদ্যুতিক বাতিস্তম্ভ। কোথাও বিদ্যুৎ সংযোগ স্থানে বক্সের মুখ খোলা, কোথাও বা পোস্ট থেকে ঝুলছে তার। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
উল্লেখ্য, হাওড়া জেলায় দিনকয়েকের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক জন প্রাণ হারিয়েছেন। আর তার ফলেই নিত্যযাত্রীদের মধ্যে বাড়ছে আতঙ্ক। এক যাত্রীর কথায়, দীর্ঘ কয়েক বছর ধরে এই বেহাল দশা। এবিষয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিত্যযাত্রীর কথায়, যেকোনো মুহুর্তে বড়সড় বিপদ ঘটতে পারে। যাত্রী নিরাপত্তায় অবিলম্বে ব্যবস্থা নিক রেল। যদিও নিয়মিত স্টেশনের ইলেকট্রিক মেনটেনেন্স করা হয় বলে জানিয়েছেন স্টেশনের কর্মী বিকাশ রায়।