নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে আমতা-বাগনান রোড অন্যতম। আমতা-বাগনান রোডের বাগনান থানার নওপাড়ার কাছে রাস্তার একটি অংশ ধসে গিয়ে একটি বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। মাস ঘুরে গেলেও গর্ত মেরামত হয়নি বলে অভিযোগ।
একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই এই গর্তের পাশ দিয়েই প্রতিদিন কয়েক হাজার যান চলাচল করছে বলে জানা গেছে। ফলে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে পথচলতি মানুষের অভিযোগ। সূত্রের খবর, নওপাড়ায় রাস্তার নীচে দিয়ে একটি কালভার্ট আছে। নীচে দিয়ে ক্রমাগত জল প্রবাহিত হয়।
কোনো কারণে কালভার্টের একটি অংশ ধসে গিয়ে এই বিপজ্জনক গর্ত সৃষ্টি হয়েছে। গর্তটির পাশে গার্ডরেল দিয়ে চিহ্নিত করা হলেও মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন —চাইছেন পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দা সকলেই।