দীপাবলিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে ঘনীভূত আশঙ্কার মেঘ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আর কয়েকটা দিন পরই আলোর উৎসবে মেতে উঠবে সারা দেশ। কিন্তু তার মাঝেই বাংলার আকাশে ঘনীভূত হতে পারে কালো মেঘ! অন্তত এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আগামী শনিবার অর্থাৎ ২২ শে অক্টোবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার সম্ভবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে৷ মঙ্গলবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণ আন্দামান সাগর ও তার সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা মঙ্গলবার সকালে উত্তর আন্দামান সাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করবে শুক্রবার। সেখানেই ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসম ভবন। তবে এই ঘূর্ণিঝড়ের গতিপথ বা প্রকৃতি সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

.