নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার মেলাগুলির মধ্যে আমতার রসপুরের দামোদর মেলা অন্যতম। প্রতিবছর অগ্রগতি নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৭-১৩ ই ডিসেম্বর রসপুরে এই মেলা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী বিশাল মেলার পাশাপাশি থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকসংস্কৃতির অনুষ্ঠানের পাশাপাশি খ্যাতনামা শিল্পীদের আনাগোনা প্রতিবছর লেগেই থাকে এই মেলার সাংস্কৃতিক মঞ্চে। প্রতি বছর দামোদর মেলা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমান। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এবার কোভিডের জেরে মেলা না হলেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৩০ তম দামোদর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক নির্মল মাজি। আয়োজকরা জানান, কোভিডের কথা মাথায় রেখে গতবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান হয়েছিল। এবার খুব সীমিত সংখ্যক দর্শক নিয়ে আমন্ত্রণমূলক প্রবেশের ভিত্তিতে রসপুর বিএড কলেজের সুলতান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।