নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার ট্রেন চলাচল শুরু হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার দক্ষিণবাড়ি স্টেশনের কাছে রেললাইনে ফাটল ধরা পড়ল। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল হাওড়া-আমতা শাখার ট্রেন চলাচল। পরে রেল কর্মীরা রেললাইন মেরামত করার পর ট্রেন চলাচল শুরু হয়।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা নাগাদ রেল লাইন পরিদর্শনের সময় রেল কর্মীদের নজরে আসে ফাটলটি। তারা তৎক্ষণাৎ খবর দেয় উচ্চতর কর্তৃপক্ষকে। ততক্ষণে ঘটনাস্থলের কিছুটা আগে আটকে পরে ডাউন আমতা লোকাল। অফিস টাইমে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। দ্রুত লাইন মেরামতির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে ট্রেন যাত্রীরা।
কিছুক্ষণ পরেই লাইন মেরামতির কাজ শুরু করে রেলের কর্মীরা। ঘন্টা দেড়েক পর মেরামতির কাজ শেষ হলে ফের ট্রেন চলাচল শুরু হয়। রেলের দক্ষিণ-পূর্ব শাখার মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, “আবহাওয়া পরিবর্তনের কারণে এই ঘটনা ঘটে। শীতকালে এই ধরনের ঘটনা ঘটেই থাকে।”