নিজস্ব সংবাদদাতা : আবাস প্লাস যোজনা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এরই মাঝে আবাস প্লাস নিয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, স্বজনপোষণের বিরুদ্ধে বিরুদ্ধে সিপিআইএমের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তজনা ছড়াল গ্রামীণ হাওড়ার পাঁচলায়। জানা গেছে, আবাস প্লাস দুর্নীতি নিয়ে মঙ্গলবার বিকেলে ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন পাঁচলা বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করেছিল বামেরা। বিডিওর কাছে ডেপুটেশন দিতে যান কয়েকজন বাম নেতা। সেইসময় বিডিও অফিসের বাইরে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাম কর্মী-সমর্থকরা। বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে। পুলিশ বিক্ষোভকারীদের বিডিও অফিস চত্বরের বাইরে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। প্রসঙ্গত উল্লেখ্য,আবাস প্লাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণ করা হয়েছে অভিযোগ করেছে বাম সহ অন্যান্য বিরোধী দল। তবে হাওড়া জেলা প্রশাসনের দাবি, ১ লক্ষ ৮২ হাজার ব্যক্তির নাম ছিল প্রথম তালিকায়। প্রশাসন তদন্ত করে ৬০ হাজার ব্যক্তির নাম বাদ দিয়েছে তালিকা থেকে। এদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে। কারও একতলা তো কারো দোতলা পাকাবাড়ি। এই ধরনের লোকেদের নাম বাদ দেওয়ার ফলে তালিকা অনেকটাই স্বচ্ছ হয়েছে।
আবাসে দুর্নীতি! পাঁচলায় বামেদের ডেপুটেশন, বিক্ষোভ, উত্তেজনা
Published on: