নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন আগেই হাওড়ার আন্দুলের মাসিলা এলাকায় এক কোটা ফেরত ছাত্রীর দেহে করোনা পজিটিভ আসে।
ছাত্রীটিকে কোভিড হাসপাতালে পাঠানোর পাশাপাশি তাঁর পরিবারের বেশ কয়েকজনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
কিন্তু, তারপরও এলাকাবাসীর আতঙ্ক দূর না হওয়ায় মাসিলা অঞ্চলের বিভিন্ন জায়গায় শুরু হল থার্মাল গান দিয়ে বডি টেম্পারেচার চেকিংয়ের কাজ।
সূত্রের খবর, এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য আধিকারিকরা এই কাজ চালাচ্ছেন। মাসিলা পঞ্চায়েতের প্রধান গোড়াই খান উদ্যোগী হয়ে স্থানীয় এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানোর ব্যবস্থা করেন। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।