নিজস্ব সংবাদদাতা : বছরঘুরে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পিছিয়ে নেই এরাজ্যও। হাওড়া জেলার অন্যান্য এলাকার মতো উলুবেড়িয়াতেও করোনা সংক্রামিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
পুরসভা সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত উলুবেড়িয়া পৌর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৫। এদের মধ্যে ৮০ জন হোম আইসোলেশনে থাকলেও বাকি ১৫ জন হাওড়া জেলার বিভিন্ন করোনা হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, উলুবেড়িয়া পৌর এলাকায় করোনা আক্রান্ত হয়ে এখনো অব্ধি ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।