নিজস্ব সংবাদদাতা : পরীক্ষা চলাকালীন তারস্বরে বক্স বাজিয়ে নবীন বরণ অনুষ্ঠান করার অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজে। জানা গেছে, সোমবার ছিল একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। ছিল উচ্চমাধ্যমিকের ভোকেশনাল পরীক্ষা। আমতা-২ ব্লকের জয়পুর ফকিরদাস ইন্সটিটিউশানে চলছিল পরীক্ষা। অভিযোগ, জয়পুর ফকিরদাস ইন্সটিটিউশানের ঢিল ছোঁড়া দূরত্বে জয়পুর পঞ্চানন রায় কলেজ। সেখানেই তারস্বরে বক্স বাজিয়ে নবীন বরণ অনুষ্ঠান করার অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে। খবর পেয়ে আসে পুলিশ। যদিও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের বক্তব্য, বক্স চললেও তা খুব কম আওয়াজেই চলছিল। এতে পরীক্ষাকেন্দ্রে কোনো অসুবিধা হয়নি৷ প্রশাসনের এক কর্তা জানান, আমাদের কাছে অভিযোগ আসার পরই আমরা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলি। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায়। যদিও এবিষয়ে জয়পুর ফকির দাস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক পিন্টু মান্না জানান,”আমাদের স্কুলে পরীক্ষা সোমবার হয়েছে। তবে পড়ুয়ারা সেভাবে কোনো আপত্তি না জানানোয় আমরাও কিছু বলিনি।” অন্যদিকে, জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার বলেন,”আমি উদ্বোধনের সময় ছিলাম। তারপর অনুষ্ঠানে ছিলাম না। কলেজের মধ্যেই ছিলাম। তবে বক্স বাজলেও কারো কোন অসুবিধার অভিযোগ হয়নি বা কারো পাইনি।” উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা চলাকালীন কীভাবে বক্স বাজিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাশেই চলছে পরীক্ষা! তার মাঝেই আমতার জয়পুর কলেজে বক্স বাজিয়ে চলল নবীন বরণ, উঠছে প্রশ্ন
Published on: