উদয়নারায়নপুরে বেহাল রাস্তা দিয়েই নিত্য যাতায়াত সাধারণ মানুষের, উদাসীন প্রশাসন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বেহাল অবস্থায় রয়েছে উদয়নারায়নপুর থেকে ডিহিভুরসুট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা। বর্ষার পরেই রাস্তায় তৈরি হয়েছে বড়ো বড়ো খানাখন্দ। চরম সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

এই রাস্তা দিয়ে যাতায়াত করে উদয়নারায়নপুর – তারকেশ্বর, ডিহিভুরসুট – হাওড়া, রামপুর – হাওড়া সহ একাধিক দুরপাল্লার বাস। পাশাপাশি এই এলাকায় রয়েছে কলেজ, মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে হাসপাতাল‌ও।

ফলত চরম সমস্যায় পড়তে হয় এই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজনকে। এলাকার মানুষের অভিযোগ এই রাস্তা দিয়ে ওভারলোড লরি যাতায়াতের কারণেই রাস্তার এই বেহাল দশা।

এলাকার লোকজনের অভিযোগ এক শ্রেণীর পুলিশের সথে যোগসাজশে এই ওভারলোড লরি গুলি এই রাস্তা দিয়ে বিনাবাধায় করে যাতায়াত করে। স্থানীয় বিজেপি নেতা রঞ্জন দেঁড়ে বলেন তৃনমূলের উন্নয়ন যে কঙ্কালের উপর রঙ করা, তা সাধারণ মানুষ উপলদ্ধি করতে পারছে।

উদয়নারায়নপুরবাসী আগামী ২০২১ বিধানসভার ভোটে এর উত্তর দেবে। উদয়নারায়নপুর ব্লক উন্নয়ন আধিকারিক রামজীবন হাঁসদা বলেন খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।